Posts

ফাগুনের রং লাল

Image
ওরা বসন্ত মাখে বন্দুকের নলে৷ নেশাতুর রাষ্ট্র শ্লোগানে কাপড় খুলে বীর্যাঘাত৷ পলাশ কুঁড়ির স্তব্ধতায় জলবায়ু নগ্ন হয়ে যায়৷ ফাগুনের রং লাল৷  রক্ত শুকান বালি, মাটি বিকল্প আবীর৷ কচি সুরে হাহাকার গান৷  গ্রন্থের পাতা ছাড়া কোন দেশে আছে ভগবান? ধ্বংসধোঁয়ায় ঝাপ ফেলে চোখ৷ শিশুরক্তহোলির রাষ্ট্রে বসন্ত জ্বলে যায়৷                     ✍ প্রভাত.💌

মরুভূমিদেশ

Image
বাংলোর ঘুলঘুলিতে ডানা মেলে কালসাপ৷  পাখি হয়ে উড়ে দূর দেশে খুঁজে নেয় বাসা৷ আনন্দ অসীম৷  মরছে মরুক ফুল, কুঁড়ি, বীজ৷ ও বাগানে জল নেই আর৷ তারা খুঁটে খাক মরুভূমির দেশে৷ থাক বেঁচে  ভাগাড়েই ওরা৷ মৃত পরিসংখ্যানে৷ ইসস্ কী দুর্গন্ধের জঞ্জাল৷  আমি বাপু ভাল আছি বেশ৷ নষ্ট নষ্ট নষ্ট হয়েছে দেশ৷ বেড়াল রয়েছে পাহারায়৷ বারে বারে শুকনো করেছে ফুল ভোমরার হানাদারি, রিক্ত বকুল৷  তবু ভাল থাক চাটুকারি মেঘ, সার্কাসি সমাবেশ৷ জলবায়ু বেচে মরুভূমি, আরও মরুভূমি হোক দেশ৷                      ✍ প্রভাত.💌

শহীদ একুশ

Image
ভাষাটাই গর্জে ওঠে দ্বিধাহীন, বুকের ভেতর সম্মীলিত বজ্র প্রয়াস৷ শহীদের রক্ত ছোটে লিখে যায় মাটির ওপর মাতৃভাষার শেষ ইতিহাস৷ কত রাত ধর্ষিত হয় নারীদের বক্ষকুটির, প্রসবগুহা৷ নিঃস্ব যোনি৷ কার্তুজ, যন্ত্রণা, ভয় ক্ষমতার রক্তচোখের বুটের আওয়াজ কেউ শোনেনি৷ তরোয়াল শান দিয়েছে দু-হাতে হাত মিলিয়ে অহল্যা - রাম, মোল্লা, বিদুষ৷ বাংলার গর্ব বাঁচে, ভাইদের বিদ্ধ বুকের শক্ত জোয়ার শহীদ একুশ৷                        ✍ প্রভাত.💌

লীলাশেষে

Image
সে আজও বন্যা নামায় চোখে যার কাজল কালো মৃত্যুরেখার শেষ সীমানা৷ মুছে নেয় সস্তা জামায়, কত রাত ফুটলে হৃদয় বিস্বাদই হয়, সর জমেনা... ও ছিল আলগা পীরিত দু পেগেই কৃষ্ণলীলার স্বপ্নে রঙিন৷ আজ ফ্যাকাশে৷ শুষে নেয় সীতার চরিত মিনিটেই আর্তনাদে সতিচ্ছদের রক্ত ভাসে৷ নেশাদের ঘুম ভাঙে যেই ছুঁড়ে দেয় সস্তা ঝি-এর বীর্য মাখার সব বকেয়া৷ ঘৃণাদের সর্বনামেই ফুটপাথে পুড়তে থাকে স্টেটাসহীনার খুচরো খেয়াল৷ শরীরের অংশ বাড়ে নিদাঘের হাস্নুহানার সাগর বুকেই সমাপ্তি ডুব, সে পাখি জীবন ছাড়ে৷ দিশাহীন ভালবাসার বকশিষে আজ মৃত্যু, মুকুব৷                       ✍ প্রভাত.💌

হৃদমোহনা

Image
প্রথম তো নয়, আবার শুরু৷ বাসন্তি রোদ৷ অপেক্ষা৷ মুহূর্তদের মাপতে থাকি৷ ধার রেখে দিই ব্যস্ততা৷ নিজেই যখন দিচ্ছি ধরা, একটু না হয় নার্ভাসও... নতুন মাটি ঠিক খুঁজে নেয় দিক হারা কলম্বাসও৷ চোখের তারা রাস্তা মাপে, চলতি গাড়ি, ট্রাফিক, ভীড়৷ কোন কাঁচে আজ বন্ধ আছে বিমুগ্ধতার সে কাশ্মীর৷ আসবে কখন? প্রশ্ন করে বুকের ভেতর লাব-ডুবও, প্রতীক্ষা শেষ, নামছে বাতাস৷ ক্লান্তিছায়া নেই তো ওর৷ দু-এক কথায় গোলাপ ফোটে, চুপকথাতেই শান্তি বেশ, লবন হ্রদের হৃদমোহনায় মিষ্টি হাতের ক্ষীর-পায়েস৷ ঠোঁটের তখন কথায় ভাটা, হাসছে শুধুই, ভাবছে আর... স্তব্ধ থাকুক মুহূর্তেরা, দীপ নিভে যাক ব্যস্ততার৷ ছুটছে সময় রকেট বেগে৷ ফেরার পালা৷ যন্ত্রণায়.. "বাই" করা হাত বলছে যেন আবার কাছে আসতে চায়৷ দৃষ্টি মেলার সময় জানে ক-দিনে ক-হাজার মিস্, সঙ্গী দুটি হৃদয় যখন, গাছের তলাও গ্রীস-প্যারিস৷                         ✍ প্রভাত.💌

মননপ্রদর্শনভূমি

Image
খুঁজতে গিয়েছি ঈশ্বর, মননপ্রদর্শনভূমিতে৷ "তমশ" এর মাথা কেটে খেয়াল জুড়ে, মশাল জ্বলেছে কাতারে কাতারে৷ বারে বারে ছুটে যাই বাতাসের মত, শূন্যস্থান পূরণে৷ দেখেছি, আমি দেখেছি তোমায় ঈশ্বর৷ দূর থেকে৷ অডিটোরিয়ামের শেষ কোণে, ঠাঁসা ভীড়ে পিষতে পিষতে রক্তস্থ করেছি অমৃতবাণী৷  জীবন্ত নক্ষত্র, প্রতিটি সত্ত্বার বুকে রক্ষাকর্তা, ব্রক্ষ্মতেজ৷ ভবিষ্যতের৷ ঈশ্বরীয় পথ ধরে হাঁটছি আমিও৷ অবিরাম, ক্লান্তিহীন৷ শেষ অস্তরাগের অক্ষরের তীব্র আলোয় যেদিন রক্তাক্ত হবে অন্ধকার, কলমের নিবে... চাতকহৃদয় ঠিক ছুঁয়ে যাবে ঈশ্বর৷                    ✍ প্রভাত.💌

ব্ল্যাকহোলের ঈশ্বর

Image
কেউ কেউ হৃদয় পুঁতেছে অশ্রুরক্তফোঁটায়৷ অন্ধকারে ফুটে ওঠে ধুতুরার বিষ৷ সমুদ্র নাবিক চেনে না, ঢেউদের নেই কোন জাত৷ ফুটফুটে তারা খসে পড়ে সাগরে৷ ঢেউয়ের চাবুক, নোনা ধরা ক্ষতে... নক্ষত্র নিভে যায়৷ ঢেউ উঠে জ্যোৎস্না ছুঁতে মন বাড়ায়৷ ভ্রান্তিবিলাসে৷ ঈশ্বর থাকে না পাথরে৷ প্রেমহীন কাঠামোই শুধু৷  স্মৃতি জ্বলে, ধূপ পোড়ে৷ বিশ্বাস ছাই হয়ে যায়৷ চুঁইয়ে পড়া অলিন্দের ছাই মেশা রক্ত, পেট্রোল অপেক্ষা দাহ্য৷  নিভে যাওয়া নক্ষত্রেরা ব্ল্যাকহোলে ঢুকে যায় ক্রমে৷ শেষ ফোঁটার এক কণা আনন্দালোক ঈশ্বর হয়ে যায়৷                      ✍ প্রভাত.💌

পাশবালিশ (লিমেরিক কবিতা)

Image
বিষাদ পাহাড় বুকের ভেতর ডুকরে ওঠে অহর্নিশ৷ ভোরের আলো কালোয় ঢাকে, মনকোকিলের বন্ধ শীষ৷ চাঁদ রাখে না ঝিলের খবর, নিজের সাথেই দ্বন্দ্ব, সমর৷ টর্নেডোদের জলোচ্ছ্বাসে চোখ মুছে যায় পাশবালিশ॥

প্রেমস্লোগান

Image
উষ্ণ দেহের গন্ধ মাখে প্রেমিক প্রতি নিঃশ্বাসে৷ উঠছে স্লোগান ভালবাসার, ঝড়ের মতই, চারপাশে৷ প্রতিক যখন হৃদয় আঁকা, লাল গোলাপের ঝান্ডাতেই, প্রতিক্ষাদের কষ্ট আছে, স্বপ্ন আছে৷ কান্না নেই৷ মনের ভেতরর সুরের পাহাড়, ছন্দে বাঁচে অন্তঃমিল৷ অঙ্ক ডোবে সমুদ্রতে, কাব্য ওড়ে অন্তহীন৷ জাহাজ ভাসে ঢেউয়ের প্রেমে, দিক খুঁজে নেয় বন্দরের৷ লক্ষ প্রেমের সূর্য উঠে চোখ ধুয়ে যাক ঈশ্বরের৷ পূণ্যস্নানের প্রারম্ভে ওই জড়িয়ে ধরা নীল বুকে আদরবাসার পরশ মাখে৷ কাটুক না ঠোঁট নিন্দুকে৷ বাঁচুক প্রেমিক, উঠুক জোয়ার প্রত্যাশা ও সম্ভবের.. নীলের ওপর ফুটবে গোলাপ ভালবাসার, বিপ্লবের৷                         ✍ প্রভাত.💌

অ্যাসিডগাছ

Image
বুকে অ্যাসিড মেখে বেড়ে ওঠা গাছ,  মাইলস্টোনে সূর্য রাখে৷ তোলপাড় আকাশ৷ ছুঁড়ে ফেলে নমনীয়তার বীজ৷ নিভে যায় দাবানলে৷ উচ্চ শীরে৷  শৈত্যপ্রবাহের ফুল, রুদ্ধশ্বাস নিদাঘে৷ ঝড় নয়, নত করে আদরবাতাস৷ এক ফোঁটা প্রেমজলে মৃত্যু শোঁকার কলজে রাখা তিমি, ক্ষোভ - ঘৃনার আটলান্টিক পোষে অলিন্দে৷  অ্যাসিড ফোঁটায় ফোঁটায় জীবন খুঁজে অ্যাসিডগাছ হয়ে যায়৷ রাগের হাইড্রোজেন ছেঁকে এক অনু অক্সিজেন মাখাও যদি...  পূর্ণ হবে "থর", ভালবাসাজলে৷                     ✍ প্রভাত.💌