মরীচিকাবন
বর্ধমান লোকালের কাঠখোট্টা বেদী
লিওনার্দো ভিঞ্চি এক অদৃশ্য আবহে
সময়কে ক্যানভাস ভেবে এঁকে যাচ্ছে অজস্র দর্শন
আমাদের দেখা— ঠিক কোনো এক পিশাচ প্রহরে
দংশনের সূত্রপাত কল্পনাশহরে
উদগ্র, ভ্রমণ করে গোপন স্তম্ভন
শ্যামলী ঠোঁটের তেজে খেয়েছিল মরীচিকাবন৷
স্তিমিত আগুন থেকে ফুলকিটুকু চিনে নিয়েছিলে
ভাষার সাঙাত, যার দূরাভাষে ঘাত প্রতিঘাত—
কিঞ্চিত মূহুর্তটির জন্ম দিল
আমাদের সংযত দহন
সেই শেষ, শেষ ট্রেন দরজায় অন্তিম সাক্ষাৎ
জীবনের খানা খন্দে এখনও স্থবির হয়ে
বসে আছে ইরা দেবনাথ৷
লিওনার্দো ভিঞ্চি এক অদৃশ্য আবহে
সময়কে ক্যানভাস ভেবে এঁকে যাচ্ছে অজস্র দর্শন
দংশনের সূত্রপাত কল্পনাশহরে
উদগ্র, ভ্রমণ করে গোপন স্তম্ভন
শ্যামলী ঠোঁটের তেজে খেয়েছিল মরীচিকাবন৷
ভাষার সাঙাত, যার দূরাভাষে ঘাত প্রতিঘাত—
আমাদের সংযত দহন
জীবনের খানা খন্দে এখনও স্থবির হয়ে
বসে আছে ইরা দেবনাথ৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..