ঢেউ
সমস্ত ভিজিয়ে দাও ঠোঁটে ঠোঁটে ছিঁড়ে দাও জামা... সে সব আদুরে বকা আজও কোনো স্মৃতিঘরে জমা৷ এত কাছাকাছি আসা— যেন কোনো অান্তরিক প্রকৃতির ঢেউ তোমার মতন করে এত কাছে আসেওনি কেউ আমার মতন করে এত ভাল বাসেও না কেউ...
A Blog for Bengali Poems Writen by : Prabhat Ghosh - আমার লেখনী ভালবেসে দিয়েছ অমেয় উপহার... আরও কাছে টানবে নিঃস্বতায়.. এ আমার দৃঢ় অঙ্গীকার৷ বাংলা প্রেমের কবিতা | আধুনিক কবিতা | জীবনের কবিতা |