ব্যাধিহত্যা
জ্যোৎস্না মেখে লক্ষ্মীপেঁচা উড়ে গেল অন্ধকার ঘরে৷
হা হুতাশ চাঁদ তাকে খুঁজে পেতে দেশলাই জ্বালায়৷
জনতা মেলায় যদি আধকাটা দেহ পড়ে থাকে,
কারো শিহরণ জাগে, কেউ প্রতিহিংসাপরায়ণ৷
জিঘাংসার মৃত্যু হলে সে হাতে পাথর তুলে নেয়৷
কোন্ ব্যাধি নিয়ে গেল? কোন্ পরজীবী? ঘাতকের
বেশ ধরে উল্লাস যাপন৷
এবার বিচার খাতা খোলে আর লিখে রাখে ক্রম দিনক্ষণ৷
চাঁদ আরও দিন গোনে রক্তক্ষয়ী রাতের আশায়৷
চিৎকারের শব্দ শোনা যায়৷ মাঝরাত; স্বপ্নদোষে মৃগিরোগ আছড়ে দেয় ঘরে৷
আমার শহরে যেন মৃত্যুগঙ্গা উজ্জাপনে আসে, সম্ভ্রম বরণ করে; পেশ করে রেস্তোরা সংবাদ৷
এত যে বিবাদ, তবু দুটি পরজীবী যদি মরে...
ব্যাধিকে মারার মতো পাথর কি খুঁজে পাবে প্রিয়?
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..