গুপ্তধন

কোন দুয়ারে ঠুকবে মাথা? গৃহস্থে দ্বার বন্ধ
পথ হারানোর দুঃখে পথিক আজন্মকাল ক্লান্ত৷
তুষের ধর্মে নরম তুলো বুকের মধ্যে পুড়লে
গন্ধে মহান বৃক্ষ তোমার কঠিন জগত ভাঙবে?

দু-হাতে দুই ধর্ম আমার, ধ্বংস এবং ঝর্ণা
কাটলে শুধু মৃত্যু হবে, রক্তে ঘৃণার বন্যা৷
জড়িয়ে ধর, পুষ্প ছোঁয়াও, তোমারই নাম সভ্য
সভ্যতাকে জ্বালিয়ে দিলে অপূর্ণ গন্তব্য৷

তবুও যদি শান্ত না হয় দণ্ড দেওয়াই ধর্ম৷
অনুরোধের দাবির কাছে বজ্র এসেও থামত
চক্ষে প্রেমের বার্তা দিলে, কণ্ঠে ভাষার বর্ম...
এক হাতে ঢিল, পশ্চাতাঘাত, সইতে বড়ই ক্লান্ত৷

প্রতিবাদের ভাষাই এবার চিনিয়ে দেবে তোমায়
কোন বস্তায় গোপন আগুন লুকিয়ে ছিল বোমায়৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত