সফর

যেন কতকাল ধরে বিস্ফোটের আশায় রয়েছি৷
আজ সেই মাহেন্দ্রক্ষণের শুভ দেখা৷
তবু কোনো পতাকা ওড়েনা;
জয়হীন, স্বপ্নদৃষ্টি মুগ্ধতায় দেখে যায় খালি৷

প্রেমের আলপিন নেই যে মহাসাগরে
ভূমি তার অতলে ঘুমায়৷

বিরহ ও অন্ধকার দুটি ট্রেন, ছোটে পাশাপাশি৷
ক্ষোভের সাঁড়াশি তবু নির্বিকার, তিক্ত অসহায়ে
নিরুপায় বলে সে কি আঘাত করেনা?

রিক্তের অধরে মৃদু হাসি দিতে সুর ধরে অর্ধনগ্ন বাঁশি৷
মনের আকাশি রঙে ধূসর এক জ্যোৎস্না ফুটে ওঠে৷
ঈদি চাঁদ-তারা যেন সহস্র শতাব্দি ধরে উৎসবের কাছে...
বোঝেনা ভেতরে তারা কত দূরে আছে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য