আলোকপাত
বহু চারা পথপ্রান্তে পায়ের ঠোকরে
গৃহ থেকে দূরে, উচ্ছিষ্ট মাদকে
জীবন ও মৃত্যু থেকে ছিন্ন হয়ে ভিন্ন যার বাস;
তার দেহে কতটা সুবাস?
অন্ধকার খুঁটে নেয় তাকে৷
সময়ের বাঁকে কোনো পরিত্যক্ত মাঠে
অচেনা জীবন যেন সুস্বাদু আহার৷
প্রিয় ক্ষণে মৃত্যু তাকে পিছুও ডাকেনা৷
বিষবৃক্ষ কার কাছে দায়ি?
উচ্ছিষ্টের ধারাপাতে প্রেম যদি লিখে যেতে পারো,
তুমি বা আমারও কোনো পরজন্মে দেখা
ঠিক হয়ে যাবে নব্য যুগের প্রভাতে৷
মানদণ্ড হাতে মেপে নিও
ক্রমশ সবুজ হবে দেশ৷
এতটুকু প্রয়োজন; এতটুকু আলোর প্রবেশ৷
রুগ্ন হোক, শক্তি দাও খুঁটিটি ধরার৷
ছায়াটির মৃত্যু যদি চাও, কায়াকে থামাও;
দ্বিধা-কুণ্ঠা ভোঁতা, শুধু কর্মই ধারালো৷
ঘরে যদি না'ই জ্বালো আলো
চাঁদের আলোতে তুমি কতটা বিদ্বান হতে পারো?
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..