পাঁচগুচ্ছ

১) দিনান্তে

প্রবৃত্তি দাঁড়িয়ে আছে মুহূর্তেই শূন্যে ভাসবে বলে৷
এখনো দুয়ার বন্ধ, তার আগে বেঁচে নেওয়া, খেলা৷
সময়ের মুখ আঁকা পর্দাঘেরা ছায়াটির ছলে

মৃত্যুর উল্লাসে লিফ্ট নেমে আসে; শেষ কালবেলা
প্রশ্ন করে.. শূন্য হয়ে ক'টি পাত্র পূর্ণ করে গেলে?

২)অতিথি

জ্যোৎস্নাকে ভালবেসে এসেছ কি জঙ্গলনগরে?
ভাল করে লক্ষ্য কর, কাছাকাছি আর কেউ নেই
বৈঠক খানায় শীত-মজলিশ নেই দ্বিপ্রহরে

নেই; নেই; বিষ ছাড়া আমাদের আর কিছু নেই..
কবে যে প্রেমের চেয়ে বড় ধর্ম ঢুকে গেল ঘরে!!

৩) ঘুণ

দূর থেকে ভাঙনের প্রতিধ্বনি শোনো
হিতাহিত জ্ঞান জ্বেলে ধর্ম এলোকেশী
নিঃস্বতার পথে প্রেম, শতাব্দী পুরোনো৷

নিজেরই ঘরের বুকে ঘুণেরা বিদ্বেষী...
যাকে ঘর মানি তাকে ভাঙিনি কক্ষনো৷

৪)মেয়াদ

ছায়ার ওপরে সূর্য অস্তগামী, ক্লান্ত৷
পথের দুপাশে ফুল মৃত, পাতা শুকনো
বিচ্ছেদের এত সুখ মেয়াদ কি জানতো?

ধূলায় ওড়ালে ক্লেদ থিতু হয় দুঃখ
বড় হয় পথ আর পথিক বাড়ন্ত৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত