সমগোত্রিয়
বিয়োগের পরজন্ম গতিবিধি লক্ষ্য করে চলে
সন্দেহ বিয়োলে প্রিয় পাখিটিকে মৃত্যুদূত ভাবি৷
কেউ ই জানিনা তার বিপরীতে কত অগ্নি, লাভা
জমায়েত হয়ে আছে পৃষ্ঠতলে ফুলের আড়ালে৷
হঠাৎ মহুয়া পাখি ঝাপটা দিয়ে ওড়ালে মৌমাছি
বাঁচার তাগিদ নিয়ে ছুটে ফিরি হতভম্বলোকে;
কদম্ব গাছের কাছাকাছি এসে থেমে যাই সুখে৷
কত না শোকের ধোঁয়া গায়ে লেগে সুগন্ধি হয়েছে!
কিছুক্ষণ তার তলে বসে ভাবি মহীয়সী তুমি৷
প্রেমের নিঃশ্বাসটিকে এভাবেই চিনি৷
ক্রমাণ্বয়ে কেন্দ্রে যার প্রেমজন্ম আসে,
পরিচয়ে আগুন গোত্রিয়৷
সময়ের নিরলস ক্ষয়ে...
তুমি ও আমার মাঝে যোগসূত্র বিরহ জাতীয়৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..