বারিষনামা # ১২ (অপ্রকাশিত)

পাথর হয়ে দাঁড়িয়ে আছে, ভেতর ঘরে কে?
মারবে বলে মেঘের ভেতর আগুন জ্বেলেছে৷
আলিঙ্গনের বারিষনামা বিরহীপ্রত্যয়

আজ যে দিকে মেঘ জমে না, আমার বাড়ি নয়৷

চার কাঠা ঘর, ভীষণ গভীর, কাঁকড়াবিছের জাত
পাঁজর খুলে মেঘ এনেছে বিরহসংঘাত৷
অন্নদায়ীর প্রলোভনে গঙ্গাপারের টান...

উৎপাদনে ধ্বস নামালে মৃতেরই কল্যান৷

বিষের বুকে আলোকপাহাড়, সমূহ সংশয়
গাছের নিচে উৎসবেরা মাদক প্রবণ নয়৷
কোন্ বাঁধনে আটকে যাবে স্বভাবি আহ্নিক?

রাস্তা শেষে শুনবে ঘুরে বাঁচনসঙ্গীত৷

ওই পারে গাছ, বিশাল পাহাড়... খাদের পরে মৃত
দাঁড়িয়ে থেকো, দূরের গানেও শান্তি অভিপ্রেত৷
যাবার আগেই ভূমির মতো নিরন্ত কর্ষনে

ছিন্ন হলে নৃত্য হত পাখির স্পন্দনে৷

আয়না শেষে নিজের মমি খাদ্যপিরামিডে..
বারিষনামায় মন ভিজিও বিরহ আঙ্গিকে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য