বিলাপ (অপ্রকাশিত)

দৌড়; দৌড়ে তৃষ্ণার দশক পিছনের গাছ থেকে
ঝুলে, ঝোলে বাদুড় হৃদয়,
বন্যার চেয়েও বড় দারিদ্রের শোকে;
বিলাপের শ্বাস৷

মশারির ওপর জোনাকি
এসে বসে, ভাললাগা ছুঁয়ে দেখা বাকি৷
প্রিয় গন্ধ, প্রিয় ফুল, প্রিয় পাহাড়ের
গায়ে ফোটা সৌন্দর্যে বিরহবুলি
জ্যোৎস্নার গালিব৷

প্রণয় সঙ্গিনী নয়, নিরাশায় আলো
দেখা যায় স্পর্শ থেকে দূরে৷
দয়া করো গো কবিতা
নিজেকে স্থাপন করো আমার ভেতরে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য