বারিষনামা # ১১
চিত্তদাহে ভেজা যন্ত্রণায়
মেঘের দরবারে বিচার চায়
বারিষ দিন
অনুরাগীর ঘরে অতৃপ্তের
বুলেটি ঝড়, গান জগজিতের
দোসরহীন৷
পুরোনো অধ্যায়ে ভীষণ স্রোত
প্রেম, আরেক নাম কান্না, হোক
আবেগ ব্যায়
মেহগনির তলে প্রণয়প্রাণ
বিরহে ঝরেনা যে.. মৃতের নাম
সমীক্ষায়৷
মালগাড়ির ধ্বনি স্মৃতির তট
জানালা রড থেকে ফেরত পথ
শৈশবের
মল্হারের টানে বারিষহাত
উঠোনি শিল্পীর মনস্তাপ
অভিসারের
বৃষ্টির চে' বড় গামছা কই?
যন্ত্রণার ভীড়ে রবির বই
সামুদ্রিক
ঘরের কোণ ঘিরে উৎসেচক
অতীত ছুঁড়ে দেবে নতুন পথ
প্রাসঙ্গিক৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..