কক্ষপথে

সীমানা ছাড়িয়ে অন্য কক্ষপথে প্রবেশ করায়
পৃথিবীর ধার ঘেঁষে চলে গেল উত্তপ্ত তারাটি৷
পোড়া প্রকৃতির গন্ধ আমার সমাজ যেন
উষ্ণতাকে গ্রহন করেনি৷

বাসের ভেতর বসে
স্তন ছুঁয়ে চুমু খাওয়া যুগলের কাছে
আমি এক নির্বাক পৃথিবী৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য