বোধি

এমনই সংগ্রাম, এই শেষ এই শুরু
তলিয়ে যাবার বড় ক্ষীণ প্রবনতা
উৎসর্গে জড়তা৷
মোমের পাথর ভেবে দ্যুতিতে জুড়াবে..

তপস্যাজীবন শেষে আমরন পৃথিবী পোড়াবে৷

রাজার বালিশে শুয়ে রাজা ভাবো
                                  রাজাকে ভাবোনা?
ঘুমেরও ভেতর বহু তৃষ্ণার যন্ত্রণা৷

দিয়েছে যে দেবার আশায়
তার চিতাভষ্ম মেখে শান্তি যদি পাও
নিজেকে পোড়াও,
ওড়াও দ্যুতির ভার সন্যাসের গাঁয়ে
গৃহ ছেড়ে কর গৃহদান৷

নতুবা হীরে ও দ্যুতি বোধ ছাড়া দুজনে সমান৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য