বোধি
এমনই সংগ্রাম, এই শেষ এই শুরু
তলিয়ে যাবার বড় ক্ষীণ প্রবনতা
উৎসর্গে জড়তা৷
মোমের পাথর ভেবে দ্যুতিতে জুড়াবে..
তপস্যাজীবন শেষে আমরন পৃথিবী পোড়াবে৷
রাজার বালিশে শুয়ে রাজা ভাবো
রাজাকে ভাবোনা?
ঘুমেরও ভেতর বহু তৃষ্ণার যন্ত্রণা৷
দিয়েছে যে দেবার আশায়
তার চিতাভষ্ম মেখে শান্তি যদি পাও
নিজেকে পোড়াও,
ওড়াও দ্যুতির ভার সন্যাসের গাঁয়ে
গৃহ ছেড়ে কর গৃহদান৷
নতুবা হীরে ও দ্যুতি বোধ ছাড়া দুজনে সমান৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..