কণ্ঠরোধ

সিড়িটি পেরিয়ে এলে ঘর
মৃত্যু ও জ্ঞানের মাঝে ক্ষিদের শহর৷
জখমের কণ্ঠ পেষা গান

যা কিছু দেবার ছিল, বিদ্রোহী বয়ান
শান্তি প্রিয় কল্কের ধোঁয়ায়৷
মেধার ফসলে মূঢ় প্রাচীরের চিহ্ন পাওয়া যায়৷

দিকে দিকে লেহনের সুর
উল্লাসমধুর৷
আত্মহননের আগে লাথি খায় পঠনের স্তব
ক্ষিদের দুয়ার থেকে ফিরে গেলে সমুহ গৌরব৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত