সমীকরণ

কী ক্ষয়, সন্দেহে;
বিশ্বাস উজাড় করে ত্রাণ
কুয়াশার ঘরে৷ জমা সমগ্র হৃদয় খতিয়ান
ভুলে, ফুলে ফুলে ভ্রমরেরা
                                দূরত্ব বিয়োবে৷

বিরূপ প্রকট হলে অনুরাগী স্বর ক্রমে মৃত
বিরহী দয়িত;
সন্তুষ্টির পরিধি বাড়ালে...

জবাবে ক্ষয়ের দাগ, প্রত্যাশায় গ্লানি
খুলে আসা সম্পর্কের ব্যাকরণ লেখেনি পাণিনি৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য