সমীকরণ
কী ক্ষয়, সন্দেহে;
বিশ্বাস উজাড় করে ত্রাণ
কুয়াশার ঘরে৷ জমা সমগ্র হৃদয় খতিয়ান
ভুলে, ফুলে ফুলে ভ্রমরেরা
দূরত্ব বিয়োবে৷
বিরূপ প্রকট হলে অনুরাগী স্বর ক্রমে মৃত
বিরহী দয়িত;
সন্তুষ্টির পরিধি বাড়ালে...
জবাবে ক্ষয়ের দাগ, প্রত্যাশায় গ্লানি
খুলে আসা সম্পর্কের ব্যাকরণ লেখেনি পাণিনি৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..