বিরহ
প্ল্যাটফর্ম ঘিরে দাঁড়িয়ে রয়েছে স্মৃতি
পলাশির শেষে জীবন্ত পিকাসো৷
হাটতে হাটতে ফিকে হওয়া মন নিয়ে
এসে কিছুক্ষণ বিরহের কাছে বসো৷
বিরহ কিছু না, জামা প্যান্ট পরা দেহে
হাড়ের ভেতরে ঘুণ ধরা কিছু ক্ষত৷
ঠোঁটে চা ডুবিয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে
ফিরে ফিরে দেখা ব্যর্থ, যুদ্ধ যত৷
হাওয়ার সমুখে চোখের দরজা বন্ধ
অনুভূতি কোন অভিমানী শুয়োপোকা৷
কফিনের নিচে শুঁকেছি নিজেরই গন্ধ,
তখনো ভাবিনি বিরহের মানে লেখা৷
ক্লেদের চিতায় ভ্রমরের ঝাঁক, উর্বর, প্রত্যাশী..
ভাঙা জানালায় উঁকি দিয়ে কিছু নোনা জল ঘেটে আসি৷
✍ প্রভাত ঘোষ ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..