শোক

লাল নয়, আসলে প্রেমিক
ধূলোর কণায় ফোটা নিস্তেজ গোলাপ 
গুনে রাখা পিণ্ড পিণ্ড প্রেম
শান্তির কফিনে৷

গোধূলি নামার আগে যারা নেভে, মৃত্যুর প্রহরী৷
ইন্ধন নিক্ষেপ, মাঝে আগুনের বাস৷
ভালবাসা ঘুচাবে সন্ত্রাস?

সহিষ্ণুতা সন্ধৈব লবণ৷
প্রতিটি আপোষ শেষে উৎকণ্ঠা প্রকাশ৷

পিছোতে পিছোতে নোনা গল্প লেখা হোক?
অন্তিম স্যালুটও এক অপর্যাপ্ত শোক৷

ভষ্ম হোক শোকের চেহারা
যত অসমাপ্ত অঙ্গীকার৷
যে নিঃশ্বাস বাড়িতে ফেরেনি
                        তারও কিছু স্বপ্নের দরকার৷
               ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত