সমর্পণ
বিধান এসেছে দ্বারে
সমর্পন বেশি দূর নয়৷
সংশয়ের মন্দিরে প্রবেশ
অচেনা বিগ্রহ৷
যেখানে বিষণ্ণ রেখা পেরোতে গেলেই
জয়ের বিকল্প পরাজয়৷
অবেলার নিকানো মাটিতে
লক্ষীর পাদুকা৷
কোন্ শিষ-এ ধানের বসতি..
সন্দেহ, বিস্ময়৷
সমর্পন বেশি দূরে নয়৷
যতবার পেরোতে চেয়েছি
ডুবে গেছে অদৃষ্ট পুকুরে
ফেরার সময়৷
কেউ নয়, কিছু নয়, যজ্ঞকুণ্ডে কর্তব্য বলয়৷
উৎসর্গ ঘৃতের৷
সমর্পণ নিকৃষ্ট প্রণয়!!
সমুহ স্তবের স্রোত
হাত ছেড়ে অন্তরপ্রলয়৷
সে দেশে প্রবেশ যোগ্যতার অন্তরায়৷
দায় নেই, দায় নেই পূর্নতার
হে মহান ব্যাধ..
সমর্পণ নিয়োগ৷ সঞ্চয়৷
✍ প্রভাত ঘোষ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..