অঙ্গীকার
তোমাকে রেশম ভেবে গুটিয়ে নিয়েছি
যত অগোছালো অঙ্গীকার৷
বিশাল বিভেদে ঘেরা ঝিলের আধারে
ব্যবধান বৈধব্য বিকার৷
কুণ্ঠার বিরাম নেই
ধরিত্রিও মস্ত বড় চিল৷
আধ খাওয়া আপেলের বুকে
কারও স্বাদ, কারও বা সঙ্গীত৷
আবার বদল হোক গৃহস্থালি, চরিত্র রন্ধন...
বৈষম্যের পাদুকায় গৌরব সাজাব।
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..