নাড়ী
জঙ্ঘার ভেতর কুঁড়ি যতটা ধারালো
বুটে তার শ্বাস টিপে থাকে
মৃতের অহং
সুসজ্জিত অহল্যাবতার৷
অস্থিকুণ্ডে অপাংক্তেয় ঘ্রাণ৷
ভূমি ও ভাষার মাঝে পিঙ্গলা কুন্ডলী..
ছাড়ালে খোসার নিচে ব্রহ্মাণ্ডের বাস৷
মাতৃযজ্ঞে পূণ্যস্নান,
নাড়ী ভিজলে স্তোত্র ওঠে বাংলার হরফে৷
✍ প্রভাত ঘোষ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..