শ্বাপদ উল্লাস
প্রথম ভোরের কুঁড়ি, শিউলি বা শেফালির স্নিগ্ধপ্রান চঞ্চলা যুবতি; প্রজাপতিটির মতো উঠোনে, বাগানে৷ উড়ে যেতে যেতে ঘরে ফিরে আসে পূজার থালায়৷ মা স্নেহে ছাড়িয়ে দিচ্ছে চুল৷ সন্তান প্রসব না কী প্রাজন্মিক ভুল!! উন্মাদ প্রবণ জরা ভূমি, কার শাপে জন্ম দিলে যৌনতার ঘ্রাণ? বৃশ্চিকপ্রমান.. হিংস্রতার লৌহদন্ডে ফুলে ফুলে ঘা; নিজেকে মাড়িয়ে ফেলে স্নেহের পাদুকা৷ পূজার ঘন্টার মাঝে চণ্ডালের উল্লাস হুঙ্কারে মায়ের জঠরে বেড়ে ওঠা শ্বাপদের হাত লুঠে যায়, শুঁকে নেয় কুঁড়িটির যৌবন সুবাস৷ নৃসংস কাপালিক অন্ধকার মাঠে বুভুক্ষু বান্ধবের সাথে মায়ের সামনে ছেঁড়ে জঠরের ফুল আর্তনাদ, যন্ত্রণায়... মা বললেন.. "ও বড়ই ছোট; বাবা তোরা একে একে আয়৷"