Posts

শ্বাপদ উল্লাস

প্রথম ভোরের কুঁড়ি, শিউলি বা শেফালির স্নিগ্ধপ্রান চঞ্চলা যুবতি; প্রজাপতিটির মতো উঠোনে, বাগানে৷ উড়ে যেতে যেতে ঘরে ফিরে আসে পূজার থালায়৷ মা স্নেহে ছাড়িয়ে দিচ্ছে চুল৷ সন্ত...

সমীকরণ

কী ক্ষয়, সন্দেহে; বিশ্বাস উজাড় করে ত্রাণ কুয়াশার ঘরে৷ জমা সমগ্র হৃদয় খতিয়ান ভুলে, ফুলে ফুলে ভ্রমরেরা                                 দূরত্ব বিয়োবে৷ বিরূপ প্রকট হলে অনুরা...

কণ্ঠরোধ

সিড়িটি পেরিয়ে এলে ঘর মৃত্যু ও জ্ঞানের মাঝে ক্ষিদের শহর৷ জখমের কণ্ঠ পেষা গান যা কিছু দেবার ছিল, বিদ্রোহী বয়ান শান্তি প্রিয় কল্কের ধোঁয়ায়৷ মেধার ফসলে মূঢ় প্রাচীরের চিহ্ন ...

বিলাপ (অপ্রকাশিত)

দৌড়; দৌড়ে তৃষ্ণার দশক পিছনের গাছ থেকে ঝুলে, ঝোলে বাদুড় হৃদয়, বন্যার চেয়েও বড় দারিদ্রের শোকে; বিলাপের শ্বাস৷ মশারির ওপর জোনাকি এসে বসে, ভাললাগা ছুঁয়ে দেখা বাকি৷ প্রিয় গন্ধ, ...

জন্ম

এই ক্ষণে ভাললাগা প্রকৃতির কাছে দু-দণ্ড বসতে ভাল লাগে, ভালবাসতে গেলে তাকে জন্ম দিতে হয়৷

ভাঙা জ্যোৎস্নার সঙ্গম

শিরিষের ঘেরাটোপে এমন বিমুগ্ধ রাতে... খুনসুটিতে বারে বারে চাঁদটিকে গিলে নিচ্ছে মেঘ৷ পাশের ঈশ্বরগৃহ তত লাল হয়নি এখনো.. যতটা এগিয়ে গেলে চিৎকারের শব্দ শোনা যায়৷ কিছু দূরে শ্ম...

কক্ষপথে

সীমানা ছাড়িয়ে অন্য কক্ষপথে প্রবেশ করায় পৃথিবীর ধার ঘেঁষে চলে গেল উত্তপ্ত তারাটি৷ পোড়া প্রকৃতির গন্ধ আমার সমাজ যেন উষ্ণতাকে গ্রহন করেনি৷ বাসের ভেতর বসে স্তন ছুঁয়ে চুম...

বারিষনামা # ১২ (অপ্রকাশিত)

পাথর হয়ে দাঁড়িয়ে আছে, ভেতর ঘরে কে? মারবে বলে মেঘের ভেতর আগুন জ্বেলেছে৷ আলিঙ্গনের বারিষনামা বিরহীপ্রত্যয় আজ যে দিকে মেঘ জমে না, আমার বাড়ি নয়৷ চার কাঠা ঘর, ভীষণ গভীর, কাঁকড়াবিছের জাত পাঁজর খুলে মেঘ এনেছে বিরহসংঘাত৷ অন্নদায়ীর প্রলোভনে গঙ্গাপারের টান... উৎপাদনে ধ্বস নামালে মৃতেরই কল্যান৷ বিষের বুকে আলোকপাহাড়, সমূহ সংশয় গাছের নিচে উৎসবেরা মাদক প্রবণ নয়৷ কোন্ বাঁধনে আটকে যাবে স্বভাবি আহ্নিক? রাস্তা শেষে শুনবে ঘুরে বাঁচনসঙ্গীত৷ ওই পারে গাছ, বিশাল পাহাড়... খাদের পরে মৃত দাঁড়িয়ে থেকো, দূরের গানেও শান্তি অভিপ্রেত৷ যাবার আগেই ভূমির মতো নিরন্ত কর্ষনে ছিন্ন হলে নৃত্য হত পাখির স্পন্দনে৷ আয়না শেষে নিজের মমি খাদ্যপিরামিডে.. বারিষনামায় মন ভিজিও বিরহ আঙ্গিকে৷

বারিষনামা # ১১

চিত্তদাহে ভেজা যন্ত্রণায় মেঘের দরবারে বিচার চায় বারিষ দিন অনুরাগীর ঘরে অতৃপ্তের বুলেটি ঝড়, গান জগজিতের দোসরহীন৷ পুরোনো অধ্যায়ে ভীষণ স্রোত প্রেম, আরেক নাম কান্না, হোক ...

বোধি

এমনই সংগ্রাম, এই শেষ এই শুরু তলিয়ে যাবার বড় ক্ষীণ প্রবনতা উৎসর্গে জড়তা৷ মোমের পাথর ভেবে দ্যুতিতে জুড়াবে.. তপস্যাজীবন শেষে আমরন পৃথিবী পোড়াবে৷ রাজার বালিশে শুয়ে রাজা ভাব...