Posts

বেকারত্ব

Image
আমার পুরান সাইকেল আজ কষ্টে মুহ্যমান, আমার কিশোরকালীন প্রেম জানে তোমার অবদান৷ ভোর রাতে ঘুম ভাঙিয়ে করা তোমার ফোনকল, তোমার অভিমানী সুর আর চোখের কোণে জল৷৷ আজ স্মৃতির পাতায় লেখা আমার প্রেমের দিনগুলি, তোমার গাড়ি ছুটে রাস্তাতে, আমি ফুটপাথ হয়ে চলি৷ তোমার লেটেস্ট হন্ডা সিটি, আমার স্হবির বেকারত্ব, আমি হাতড়ে বেড়াই স্মৃতি, তুমি নতুন প্রেমে মত্ত৷ তারায় তারায় ভাব জমেছে, চাঁদ হয়েছে ব্রাত্য, বেকার আমিকে ব্যাঙ্গ করে তোমার আভিজাত্য৷৷                            ✍ প্রভাত...

লং ড্রাইভ

Image
থাকবেনা প্রাইভেট চাকরির কোন চাপ, ঝিরিঝিরি এক বাদল দিনে তুমি আমি একসাথে৷ থাকবে দুটি হৃদয় জুড়ে প্রেমের উত্তাপ, বেরিয়ে যাব লং ড্রাইভে নির্জন রাস্তাতে৷৷                    ✍ প্রভাত...

মৃত্যু

Image
আবার যেদিন মৃত্যু আসিবে দাঁড়ায়ে রবে জীবনের পারে, সকল তোমার স্মৃতির লেখনি ধুমায়ীত হবে অন্ধকারে৷ কি বা পরিচয় রহিবে তোমার অপার্থিব দুয়ারে? সম্পর্কের মোহের বাঁধন হইবে ছিন্ন পলকে, পড়ে রবে শুধু নিথর দেহ সাদা কাপড়ের মোড়কে৷ তবুও কেন প্রতিহিংসার বহ্নি জ্বলিছে শিয়রে? কৃতকর্মের করিবে হিসাব শয্যায় শুয়ে মননে, চাওয়া পাওয়ার যোগ বিয়োগ লুপ্ত হইবে মরণে৷ তবে কেন কর কলহ বিবাদ বৃথাই অকারণে? অর্জন কর শত ভালবাসা স্মৃতির স্বর্ণ সিন্দুকে, কর্মের লাগি যাহাতে শেষে সেলাম করে নিন্দুকে৷ জানাবে জীবন ফেরার আর্জি বিধাতার চরণে৷                       ✍ প্রভাত...

নারীত্ব

Image
রাতের আঁধারে নেশার ঘোরে যৌনতাকে সঙ্গী করে, ধনী ছেলের সঙ্গ ধরে অবৈবাহিক বাসর ঘরে, চলল নারী, খুলল শাড়ী, উড়ল টাকা কাড়ি কাড়ি৷ নামেই পতিতা বদনাম, আজ এ সব নারীই পন্য৷ পুরুষ মাঝে এসব নারীই "মাল" রূপে হয় গণ্য৷ উচ্ছৃঙ্খল জীবনযাপন, জরায়ু মাঝে ভ্রূণের স্থাপন৷ দিকে দিকে তাই লজ্জা ঢাকার গর্ভপাতের ব্যাপ্তি এখন৷ মৃত অনাগত, ফের অবিরত লুটায় শরীর অনবরত৷ মৃতপ্রায় অাজ মানবিকতা, মানসিকতা বন্য, করছে নারী আপন হাতেই নারীত্বকে ক্ষুন্ন৷                        ✍ প্রভাত...

বিদ্রোহী ( লিমেরিক )

Image
স্বার্থ মারে বিদ্রাহী বিবেক, পচন ধরেছে মূলে৷ রাজনৈতিক সন্ত্রাসবাদী প্রতি ডালে আছে ঝুলে৷ মানবিকতায় ছুরিকাঘাত, ডুকরে কাঁদেন রবীন্দ্রনাথ৷ লালসার জেরে বিদ্রোহ করে আজকের নজরুলে৷                    ✍ প্রভাত...

কেউ তো কথা রাখেনি

Image
তপ্ত দুপুরে উচ্চস্বরে শীতল ছায়ার অঙ্গীকারে, নেত্রী কহেন বেকারত্ব ঘুঁচবে রাজ্যে চিরতরে৷ ঘুঁচল আশা, অভিলাষা, মিথ্যা ভোটের সকল ভাষা৷ বেকার আজও রৌদ্রে ঘোরে, কেউ বা আত্মহত্যা করে৷ ভোটের পরে চক্ষু তুলে কেউ তো চেয়ে দেখেনি, কেউ তো কথা রাখেনি প্রভু, কেউ তো কথা রাখেনি৷ গীতার কথায় ভাষন রাখে, করলে চুরি নরকবাস৷ রাজনৈতিক ডাকাত দেখে ফেলছে মানুষ দীর্ঘশ্বাস৷ সারদা মায়ের ধুইল চরণ, ঘরে ঘরে বাড়ে রক্তক্ষরণ৷ হে ভগবান এই পাপীদের পাপ কি তুমি দেখনি? তুমিও কথা রাখনি প্রভু, কেউ তো কথা রাখেনি৷ শিক্ষকতাও বিক্রীত হয় থাকলে ব্যাগে পাঁচটি লাখ, পাচ্ছে বৃদ্ধি পণের মূল্য, লুকিয়ে কাঁদে গরীব বাপ৷ পুলিশ হলে ঘুষের জেরে সে সংসারের ভাগ্য ফেরে৷ ঘুষ মহাশয় বদলে ফেলে এফ.আই.আরের লেখনি৷ তুমিও কেন পড়নি প্রভু এ দুর্নীতির কাহিনী? কেউ তো কথা রাখেনি প্রভু, কেউ তো কথা রাখেনি৷                                ✍  প্রভাত..

তারা (পরমাণু কবিতা)

তারারাই কালো ব্রম্ভাণ্ডে ছড়ায় আলোকছটা, এমন তারায় ভরাও প্রভু আমার পৃথিবীটা৷                   ✍ প্রভাত...

রাজকন্যে

Image
ডাক্তারকে প্রশ্ন করার ইচ্ছে জাগে, কোন ওষুধে জুড়বে আবার ভগ্ন হৃদয়৷ কষ্ট যাতে না হয় কারোর পরিত্যাগে, করবে মানুষ ভালো থাকার ঠিক অভিনয়৷ বিঁধবেনা আর কষ্ট কাঁটা প্রতিক্ষণে, ভুলবে হৃদয় তোমার আমার আদর খেলা৷ কাঁদবেনা চোখ একলা বসে ঘরের কোণে, ভুলবে হৃদয় পার্কে চুমু সন্ধেবেলা৷ ও ডাক্তার চোখের জলের বাঁধ বেঁধে দাও, ফোঁটায় ফোঁটায় জমতে থাকুক হৃদয় মাঝে৷ নয়তো আবার ওষুধ দিয়ে স্বপ্ন দেখাও, সুখ খুঁজে দাও অন্য কোন বুকের ভাঁজে৷ গভীর কোন অরণ্যতে ঝরনা হতে, স্বপ্নপরী ছড়িয়ে দিতো একমুঠো প্রেম৷ প্রজাপতি বসতো মনের গভীর ক্ষতে, যদি এমন স্বপ্নের রাজকন্যে পেতেম৷                          ✍  প্রভাত ...

কবিতা

#_কবিতা_# ^^^^^^^^^^^^^ কবিতা আমার ভালবাসা, কবিতা আমার প্রেমিকা, কবিতার লাগি শিরায় শিরায় বহিছে রক্তকণিকা৷                               ✍ প্রভাত...

নষ্ট বনলতা

Image
দিবালোকের সুদর্শনে মজিছে নারী জনে জনে৷ পার্কে বসে শরীর ঘেঁষে চুম্বন কোন সন্ধিক্ষণে৷ প্রেমিকের হাত, প্রথম আঘাত, আবেগি মন খোঁজে নির্জন কোণ৷ শরীরী ঝড়ে লজ্জায় পড়ে প্রকৃতি নোয়ায় মাথা৷ আজ দিকে দিকে পাশ্চাত্য শিখে নষ্ট সে বনলতা৷ ভাবিয়া আপন রাত্রিযাপন, সুখের সাগরে মিলায়ে, দরজা বন্ধ, শরীরী ছন্দ, আব্রু দিয়াছ বিলায়ে৷ প্রেম সুমধুর, মাতা পিতা! ধুর.. প্রেমিক নায়ক, তাহারা অসুর৷ ক্লাস করে বাঙ্ক, গাড়ি চড়ে হাঙ্ক, মদিরার প্রবনতা, বয়স ষোলয় ছিন্ন বলয়ে আজিকের বনলতা৷ একঘেঁয়ে প্রেম, প্রেমিকের ব্লেম, খোঁজে সে অন্য নারী, তুমি হে প্রেমিকা দেখ বিভিষিকা, চক্ষে অশ্রুবারী৷ মনে পড়ে মাতা, গাঁথিয়াছে কাঁথা, সদা তোর লাগি সহিয়াছে ব্যাথা৷ এবার বিবাহ অন্য পাত্রে মানিয়া সকল প্রথা, রাত্রি অন্য, কক্ষ ভিন্ন, মিলিয়াছে পূর্ণতা৷ সন্দেহ মনে, প্রতি ক্ষণে ক্ষণে, স্বামীর হৃদয় ভার, শরীরে ক্লান্তি, মনে অশান্তি, ছারখার সংসার৷ স্মৃতিতে সে প্রেম, করিতেছ ঘৃনা, জ্বলিছে হৃদয়, পুড়িছে আঙিনা৷ বিষাক্ত সে হৃদয়, শরীর বহিছে সিলিং ফ্যান, একলা নিশীথে পরিণতি পায় সেই বনলতা সেন৷                                ✍ প্রভাত...