Posts

নেই শিশু তোর মায়ের কোল৷

Image
নেই শিশু তোর মায়ের কোল ************************** পথের ধারে খালের পাশে, গজ জড়ানো শরীর ভাসে৷ কেউ বা তোকে দেখতে পেয়ে, নোংরা বলে যায় এড়িয়ে৷ অবাধ যৌনতায় মেতে কেউ বা করে নষ্টামি, অবাঞ্ছিত আজ হলি তুই, জ...

13th December

Image
13th December ***************** আমায় তুমি বাসনি ভালো কভু, তাই হয়তো এমন নিরবতা৷ তোমার ছবিতে Tag নেই আজ আমি, এ ভালোবাসায় আমার ব্যর্থতা৷ হয়তো সত্যি ছিলে নিরূপায়, নয়তো বা ইচ্ছে তোমারো ছিল৷ মোর জীবনে থাকলো ...

জ্বলছে ভালোবাসা

Image
জ্বলছে ভালোবাসা ***************** হঠাৎ কোথাও তোমায় দেখে, শিউলি তলে পথের বাঁকে, হৃদয়ে মোর জোয়ার ওঠে, মিষ্টি হাঁসি তোমার ঠোঁটে৷ পরক্ষনেই ফেরার পথে, অন্যের হাত তোমার হাতে, ডুকরে উঠে ভাঙলো ...

সেই রূপসী চাঁদ

সেই রূপসী চাঁদ **************** দুচোখ ভরে দেখার আশায় আমি সান্ধ্য ভ্রমনে, হৃদয় জুড়ায় অচেনা পাখির সুরেলা কূজনে৷ একটি দুটি দোকান খোলা সুরা পানের আসর, রাত্রি বাড়ার সাথে প্রকৃতি সাজায় আপন বাসর৷ পাহাড় জুড়ে ঘরের আলো জ্বলছে বুঝি তারা, চাঁদের আলোয় মুগ্ধ করা সেই ঝর্নার ধারা৷ প্রকৃতি মাঝে হারিয়ে যাবার পূর্ণ হল সাধ, মেঘের মাঝে উকি দেওয়া সেই রূপসী চাঁদ৷                    — প্রভাত...

হিমালয়ের বুকে

Image
হিমালয়ের বুকে **************** ধোঁয়ায় ভরা জীবন আমার শব্দে ঝালাপালা, বিষক্রিয়ায় প্রহর কাটে হৃদয় মাঝে তালা৷ বিষন্নতা ও অবসাদের কাটাতে দুর্দিন, হিমেল অনুভূতির আশায় ছুটলাম পেলিং৷ অসাধারন স্রোতের ধারায় পাহাড়ি রঙ্গিত, পাহাড় মাঝে বাজাও তুমি আপন সঙ্গীত৷ অবর্ননীয় সে সৌন্দর্যের নেইকো সজ্ঞা, সূর্য কিরনে অপরূপা তুমি কাঞ্চনজঙ্ঘা৷ পাহাড় মাঝে সূর্য কিরন খেলছে আলো ছায়া, বিষাক্ত এ হৃদয় জুড়ায় স্নিগ্ধ হিমেল হাওয়া৷ প্রভাত কিরনে রাঙিয়ে ওঠো মেঘের আলয়, উচ্চ শিরে বাহুবলী বীর হিমালয়৷ টাকার নেশায় ব্যস্ত মানুষ থাক কৃত্রিম সুখে, শান্তি আমি পাই যে খুঁজে হিমালয়ের বুকে৷                      — প্রভাত

পেলিং এর সে রাত্রি

Image
পেলিং এর সে রাত্রি ******************* বিস্মিত হয়ে ফিরিতেছি জোছনা রাতে, পাহাড়ি সুন্দরী পেলিং উপভোগের আকাঙ্খাতে৷ যেন তারারা দিচ্ছে উঁকি পাহাড়ে, চাঁদের আলোয় ভাসমান মেঘ আলোকিত, পাইন গাছের ফাঁকে জোছনার আলো, মোর হৃদয় করেছে শিহরিত৷ জোছনা রাতে স্নিগ্ধ হিমেল বাতাস, কাছে পাহাড়ি নদীর শব্দের আভাস৷ নয়তো বা কোন ঝর্ণা কাছাকাছি, আগুনের উত্তাপ স্পর্শরতা সুন্দরী, নিঃস্বাশে পাহাড়ি ফুলের সুবাস৷ আমি পেলিং এর পথে শহুরে এক যাত্রি, মুগ্ধ করেছে মোরে পেলিং এর সে রাত্রি৷                                           — প্রভাত...

এক পাহাড়ি মেয়ে

Image
সতস্ফুর্ত ফিরিতেছিলে North Pelling এর পথে, ভুবন ভোলানো তোমার হাঁসি ঠোটের কোণাতে৷ ফুরফুরে সেই হিমেল হাওয়া পাইন গাছের সারি, পাহাড় মাঝে নজর কাড়া সেই মোহিনী নারী৷ রোদ্দুরেতে দাঁড়িয়ে ছিলে রঙিন বাড়ির পাশে, তোমার বাড়ি যেথায় পাহাড় আকাশ মাঝে মেশে৷ সখির সাথে দাঁড়িয়ে ছিলে সবুজ জামা গায়ে, অসাধারন রঙিন জুতো ফর্সা জোড়া পায়ে৷ হৃদয় আমার যায় হারিয়ে তোমার দিকে চেয়ে, সে যে আমার হৃদয় ছোঁয়া এক পাহাড়ি মেয়ে৷                          — প্রভাত...

আমি BPO কর্মচারী

Image
নিদ্রাহীন রাত্রি কাটে যেন ভোরের কোকীল, প্রভাত হবার আগেই বাজে আমার Mobile. Toilet এ তেই Receive করি প্রথম Cab এর Call, কভু সময় পাইনা খেতে সকাল বেলায় জল৷ দেখি ভোরে রাস্তাতে কত সহচরী, ভাবি আমিই হতভাগা BPO কর্মচারী৷ বাহির হতে সুন্দর লাগে Office Campus, ঘুনাক্ষরেও যায়না দেখা Manager এর বাঁশ৷ তিন প্রহরের দিনে আমার 18 ঘন্টা কাজ, করেছে আমায় বিষাদগ্রস্থ বিচ্যুত সমাজ৷                      — প্রভাত Ami BPO Kormochari ********************** Nidra Hin Ratri Kate Jeno vorer kokil Probhat hobar Agei Baje Amar Mobile... Toilet e tei receive kori Prothom cab er call, Kovu somoy paina khete Sokal belay jol... Dekhi Vorer Rastate Koto Sohochori, Vabi ami e Hotovaga  BPO Kormochari.. Bahir Hote Sundor lage Office Campus Ghunakhoreo Jayna Dekha Manager er Baash... Tin Prohor er Dine Amar 18 ghonta kaj Koreche Hridoy bishad gostho Bichuto Somaj..                       — Prabhat

তোমার সেই গোলাপী ঠোঁট

Image
তোমার সেই গোলাপী ঠোঁট ************************ হতাশ হয়ে ফিরছি যখন Esplanade থেকে, Metro চেপে থমকে গেলাম রূপের ছটা দেখে৷ মিষ্টি হেঁসে দাড়িয়ে ছিলে Boyfriend এর সাথে, ঠাঁসা ভীড়েও ফুটলো হাসি ঠোঁটের কোণাতে৷ অসাধারন রঙের মিলন হলদে সালোয়ার, হৃদয় মাঝে বিঁধলে চোখের তীক্ষ্ণ তলোয়ার৷ অনন্য সেই চোখের মায়ায় করলে হৃদয় বিদ্ধ্ব, গোলাপী সেই ঠোঁটের হাসি করেছে বাকরূদ্ধ্ব৷ রূপের জালে বাঁধলে হৃদয় লাগলো গভীর চোট, ভীড়ের মাঝেও অপরূপা সেই গোলাপী ঠোঁট৷                         — প্রভাত....

শেষ পরিনতি

শেষ পরিনতি ************** এইতো ক দিন আগেও ছিলে তুমি অচেনা, মাঝ বসন্তে এসেছিলে মেলে পাখনা৷ ভালবাসার সুরটি বেঁধে শুনিয়ে ছিলে গান, কোকিল কন্ঠী মাধুরিতে জুড়িয়ে ছিল প্রাণ৷ যাবার আগে আমা...