মধ্যস্থান

গেঁথে নিই, পুঁতে নিই, নিজের ভেতর; 
অবশিষ্ট যা আছে গভীরে, 
হাতে নিয়ে নিঃস্ব হতে আসা৷

পুরোনো কাপড় ছেড়ে নিজেকে সাজানো যেন
লুকানো আমিকে কোনো বিস্ময় প্রহর
সজ্ঞা দিয়ে আকাশে ওঠায়৷

প্রথাহীন উৎসব দূরে ঠেলে যদিও বা আসে
নির্মল বাতাসে প্রিয় গন্ধটুকু দিও 
চুম্বক ও চুম্বনের মাঝামাঝি বসার সময়৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য