উদাসীনগঞ্জ

ছোট শহরের পাশে উদাসীনগঞ্জ, শেষ কোণে বসে আছে মাঠ৷ বহুকাল ধরে যেন সে'ই কোনো বিরহী সম্রাট৷ দূরে চার তালগাছে সূর্য নিভে ফুটে ওঠে রাত; বলয়ে ঘিরেছে যাকে কৃষ্ণচূড়া ফুলের মলাট৷ 
বাইকের পিঠে কেউ; কেউ হাঁটে, প্রেমের স্মরণে স্মৃতিস্নান৷ দু-পা মন্দিরের থেকে কখনো হাঁটেনা ভগবান৷ 
আকাশ তাকিয়ে দেখে একাকী চোখের তারা উঁচু;  যখন বৃহৎ ভাবো নিচু হয় ঘাড়, তোমাকেই অস্তিত্ব বোঝায়৷ শুধু শাক্ত হলেই কি মহাদেব আসেন বাসায়?
এ মাঠের অন্ধকারে তারাদের স্নেহ, সমস্ত বিরহ গৃহে ক্ষীণ আলো পেতে দিয়ে যায়৷ মেঘের সীমায় যেন জ্যোৎস্নার চাদর মুড়ে রাতচরা পাখিদের শান্তি দিতে নেমে আসে কেউ৷ এভাবে হারিয়ে যাওয়া অন্ধকার বুকে আজও বিজেতাকে আঙুল দেখায়৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত