সম্পৃক্ত

কিছুটা গোপন থাক অন্দরমহলে
তারাটির বুকে যত দহন যন্ত্রণা
আনন্দের মাঝে যেন নিভু নিভু জ্বলে
ব্যতিরেকে সান্ধ্যকালে দ্বন্দ্ব, প্রতারণা৷

তবু ভালবাসা থাক, অবিমৃশ্য ধারা
দূরে ঠেলে পুষ্পবৃষ্টি, বারিষের গান৷
হারানোর প্রয়োজনে কুয়াশাও আসে
নিঃসঙ্গের প্রয়োজনে কবিতার ভাষা৷

দূর আলো, যাকে তুমি ভালবাসি বলো;
প্রসারিত দ্বার তার, অন্তহীন পথ৷
যে জীবন তাকে প্রিয় দহন শেখালো
সে ঋণের প্রতিদানে স্বর্ণের শপথ

সে তোমায় মুক্তি দেবে, শান্তি দেবে আজ৷
উষ্ণতায় ক্লান্তি মুছে যুগের সফরে
যুক্ত হয়ে তৃপ্ত হবে বিরল সমাজ,
প্রেমটিকে রং দিলে অন্ধকার ঘরে৷

নিজেকে সাজিয়ে তোলো তারাটির কাছে
চঞ্চল পায়ের কাছে বন্ধনের ফুল৷
হারানো সময় জানে কতটা ফ্যাকাশে,
বাঁধন আলগা করা বিপদশঙ্কুল৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য