কুহকস্রোত
অনুভব লেগে থাকে দেহে নয়; কুয়াশার ঘ্রাণ
যেভাবে শতাব্দি পরে সাদাকালো অতি প্রিয় ছবি
আমাকে আমার কাছে আনে৷
আগুনও দেখেছি বহু, পুড়ে গেছি তারও চেয়ে বেশি৷ এমন নর্দমা যার সম্ভাব্য নিকেশি কিছু নেই৷ পর্দাপ্রিয় উষ্ণতায় বিপ্লব এসেছে, রঙিন পল্লব যেন ঘটা করে পন্য হতে চায়৷
কালো হতে হতে আলোকবর্ষের শেষে, গর্জনের চেয়ে বহু দূরে তার ঘর... সেই নদী ডুব দিতে ডাকে৷ গমক চঞ্চলা রূপে পরিত্রাণ করে নিশিশোক৷ অজানা কুহকস্রোত কী ভাবে যে প্রাণে মিশে যায়!
সে কথা বোঝার পাতা নয়, তার পরিচয় শুধু মিশে থাকে পবিত্র পল্লবে.. পিশাচ আঁচের থেকে দূর কোনো স্নিগ্ধ অনুভবে৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..