অন্তহীন

আশ্রয়ে লুকানো যত ভুয়ো প্রেম কথা..
বিদায় দুয়ারে লেখে তিক্ত নিরবতা৷
মুখোশের অভিমান শেষ দিনও থাকে
নতুনের হাত ধরে অতীতের ফাঁকে৷
যে পাখিটি তীব্র রোষে বদ্ধগৃহহীন
অন্য কোনো দ্বীপে তার স্বপ্নময় দিন৷
ক্ষীণ আলো জ্বলে থাকে মেঘের সীমায়
বিরহ কঠিন হলে কণ্ঠ ছিঁড়ে যায়৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য