মায়া
বিনাশের আগে যদি কিছু থাকে অমরপুরাণ,
প্রাণ তার কাছে ফিরে আসে৷
তৃষ্ণার আকাশে, ন্যুব্জ শরীরের ক্ষতচিহ্নে বন্যার প্রভাব
নরম করেছে যত, কাঠিন্যের আড়ালে লুকিয়ে
পরিপাটি করে রাখে পথ; আর সফেদ উঠান৷
ঝংকারে ঝংকারে কোন্ কঙ্কালের উলুধ্বণি বাজে!
যেন তার রন্ধ্রে শেষ প্রেমিকের শরীর গজাবে৷
জীর্ণ এক পথ প্রিয় শ্বাস নেবে সুগন্ধির মাঝে; অবসান একজন্ম, কর্কট সময়৷
হে বৃক্ষ, আপন ভেবে যে তোমার উপাসনা করে
ফুলেল সোহাগ দেওয়া তোমারও তো দায়৷
কণ্ঠটিকে সুর দিও গোপন মায়ায়৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..