সংসার কথা

দু চোখে যন্ত্রণা তবু বিবশ এ হাত বহু দূরে
ক্রমশ বিরহগাথা বিষণ্ণ ঘুঙুরে, বাজে তান৷
এ প্রমান গেঁথে নিলে প্রেমে..

থেমে থেমে অশ্রুবিন্দু অপেক্ষায় বসে থাকে দ্বারে৷

যেটুকু বিলাপ, প্রিয় স্পর্শ থেকে সরে
প্রহরের কাঁটা যেন বর্ষ মনে হয়৷
হে নিকট অভিকর্ষে বেঁধে নাও বিশ্বলোক, প্রীতি৷
শুধু তার চিহ্ণের উদ্ধৃতি থাক নিমগ্ন, গভীরে৷

যোগীর আসনে নয়, 
নগ্ন থাকি নাভিচক্র মাঝে;
অথবা যুবক পাখি সংসার বাসায়...
যার থেকে দূরে এলে সময় অলস হয়ে যায়৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য