ছিন্ন জোনাক
ভঙ্গুর যে ঘর তাকে ভেঙে দাও জ্ঞাত
নিশির ভেতর থাক পরিমিত শোক৷
স্তুপ শেষে জ্বলে আছে আস্ত ব্রহ্মলোক৷
দৃষ্টি তুমি ফিরে যাও স্তুপে
ফেলে আসা স্বপ্ন আর স্পর্শস্নাত দেশে;
যেখানে ক্ষিদের নাম প্রেম৷
খুলে দাও অধিবস্ত্র প্রাচীন বিভ্রাট
দ্বন্দ্ব নাগপাশ৷
ভ্রমর সঙ্গমে বাঁধো বিষন্ন পলাশ৷
সমাপ্তির কালো মেঘ,
যে দুয়ারে গেয়েছিলে গান
তুচ্ছ ভেবে বিঁধে গেল ক্ষতে৷
বিভাজন চিহ্ন দুটি
জোনাকির ছিন্ন দেহে, পথ ও শপথে৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..