ঠিকানা

ছোট্ট শহর, সুরের চোখাচুখি
বুকের ভেতর অজস্র এস্রাজে
তোমার পাড়া, আমার পাড়ায় ছুটি
প্রেমের ডালি পুজোর মতো সাজে৷

আর কিছুক্ষণ শাড়ির ভাঁজে মন
প্রেমাঞ্জলি এসেছে কার কোলে?
কথায় কথায় নতুন প্রিয়জন
পৃথিবী তার গতির কথা ভোলে৷

দুই পৃথিবী এক ঠিকানায় থাকি
মিলবে বলে সন্ধে নেমে আসে
শেষ কথাদের কথার আরও বাকি
জড়িয়ে থাকো সমস্ত বিন্যাসে৷

ঘরের ভেতর নতুন জনের কথা
শিউলি আসে প্রেমের গন্ধ চিনে
সময় তোমার নিভিয়ে দেবে ব্যাথা
পুজোর সাজে সমস্ত আশ্বিনে৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য