অপেক্ষা (অপ্রকাশিত)
হিয়ার ভেতরে যদি না'ই থাকে অভিকর্ষ প্রিয়..
দুই পা থামিও, কিছুটা থামিও৷
অপেক্ষার দ্বারে দ্বারে যেদিন দেখতে পাবে
প্রতিচ্ছবি, সমুদ্রের ঢেউ;
যে ঢেউ আছাড় দেবে রাত্রিকালে পাখির হৃদয়..
নিঃস্ব হয়ে পূর্ণ হবে সেইক্ষণে দয়িতের প্রাণ৷
তোমার স্বপ্নের মাঝে আমাদের গান৷
যা কিছু গোপন থাকে স্রোত তার বিপরীতে আসে৷ যা কিছু দেখাতে চাই সেইটুকু ছাড়া বাকিটুকু একান্ত আপন৷
কে কখন নিয়ে গেছে এ গানের প্রাণকণ্ঠখানি..
গোপন দুয়ার আর আমি কিছু জানি৷
ভাবনার ভেতর শুধু একছত্র গান...
বহু সুরে গেয়েও বুঝেছি অর্থ তার এখনো সমান৷
যেটুকু বুঝিনি তাও গণিতের মতো করে বুঝি; দর্শন পেরোলে যাকে আদ্যোপান্ত ফিকে মনে হয়৷
এখন স্বপ্নের মানে রাত্রিকাল ক্ষয়;
অপেক্ষা প্রমাণ দেবে পৃথিবীর ত্যাগের সময়৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..