নেই শিশু তোর মায়ের কোল৷
নেই শিশু তোর মায়ের কোল ************************** পথের ধারে খালের পাশে, গজ জড়ানো শরীর ভাসে৷ কেউ বা তোকে দেখতে পেয়ে, নোংরা বলে যায় এড়িয়ে৷ অবাধ যৌনতায় মেতে কেউ বা করে নষ্টামি, অবাঞ্ছিত আজ হলি তুই, জ...
A Blog for Bengali Poems Writen by : Prabhat Ghosh - আমার লেখনী ভালবেসে দিয়েছ অমেয় উপহার... আরও কাছে টানবে নিঃস্বতায়.. এ আমার দৃঢ় অঙ্গীকার৷ বাংলা প্রেমের কবিতা | আধুনিক কবিতা | জীবনের কবিতা |