Posts

꧁ বারিষনামা (১৫) ꧂

একদিন, কোনোদিন এরকম'ই তুমুল বর্ষণে কতিপয় সময়ের টুকরোগুলি জুড়ে যাবে মনে ঝড় আর পাতার আওয়াজ ধুয়ে যাওয়া বিরক্তের কাজ; সেই খোলা জানালায় বসে একদৃষ্টে ভাবনার আকাশে দুজনের ভাবনায় মিল কোনোদিন দেখা নেই, ওপারেও পরিচয়হীন। রঙিন পাতায় যেন কবেকার আঁকা সাদা - কালো রঙের আল্পনা এই মিল লক্ষ - কোটি জনে। আজীবন স্বপ্নের স্মরণে মেঘের হৃদয় ধোয়া ছিটে এসে মুখে লাগে — (বুকে) শান্তির শলাকা অভিসার পূর্ণ শুধু স্পর্শ হাওয়ার মতো ফাঁকা কে বলবে— কে নেই, কে আছে— যারা চিরকাল ধরে মিলনের স্বাদ পায়— ঘর বাঁধে বৃষ্টির আকাশে। ©প্রভাত ঘোষ

নীব

বিষাক্ত পাতার ঝাঁঝ, অধর্মের বান ছাপ থাকে আজীবনকাল কার হাতে কী দিয়েছ সব জানে নধর কঙ্কাল ধারণা ও ধারণার নীব— আয়নাই বলে দেয় কার সত্তা কতটা গরীব লেখা থাকে পাতায় পাতায় অন্ধকারও যত্নে রাখে ছাপ ওল্টালেই দেখা যায় নোংরা সব পত্রের আলাপ কোনো কোপ স্থায়ি নয় রেশ থাকে সমস্ত ক্ষোভের সব কাদা ধোয়ার ক্ষমতা থাকেনা গঙ্গার ঢেউয়ের © প্রভাত ঘোষ

প্রতিবন্ধকতা

ঢুলে পড়া চোখ, অতন্দ্র প্রহরী— কড়ি তুলে ঘুমায় যে জন ভাবে এ'ই প্রকৃত আপন কেউ ভালমন্দ রেখেছে সাজানো আমি - তুমি ভেদাভেদ স্থাণু বলীয়ান দিক— সমস্ত প্রদীপ ছুটে চলে যায় আলো করে ঘর তবুও বর্বর যারা মাথা দিয়ে ভেঙেছে শহর কড়ি দিয়ে জ্বালিয়েছে গ্রাম তাদের সেলাম যারা পোড়া গন্ধে চেপে গেছে বুক আমাদের ভাষায় কুলুপ দেখি আর মরে যাই; এইটুকু চিরন্তন প্রথা— শব্দহীনতা প্রতিদিন ব্যাক্ত করে আমাদের প্রতিবন্ধকতা © প্রভাত ঘোষ

বাসন্তিকারসাজি

শাখায় শাখায় রঙিন পুঁতির শাড়ি বসন্ত রং আনলো বলে আবীর এসে ফুলের ওপর করেছে বাটপাড়ি এমনতরো মেজাজ অতর্কিতে ভালবাসায় ভেজা— স্পর্শে যেমন পলাশ পলাশ হাসি ঝাউয়ের মতো বাড়ছে যেন বাসন্তিকারসাজি অনেক চোখই হলুদ যেন ভোরের আকাশ  তাদের ডেকেছে কারশেডে তোমার সাথে মিলবো বলে আসি নিয়ম করে অদম্য এক জেদে ©প্রভাত ঘোষ

অন্ধকার শেষে (১১)

১১) কোথায় চলেছ — যেন মনখোয়া ডিঙির নাবিক উজাড় প্রান্তর যেন ধোঁয়ার প্রতীক হয়ে ভ্রমে ভ্রমে ভুলিয়েছে দিক কাজ আছে আজ নেই, কাল আর কাল-এ ঘেরা জাল ঝুনঝুনি বাজে ওই— ওপারে দাঁড়িয়ে মহাকাল৷ পরিণত ফল হয়ে যদি কোনো চারা দিতে পারো আগামী সূর্যের মতো নাম জ্বলে উঠবে তোমারও ©প্রভাত ঘোষ

অন্ধকার শেষে (১৫)

১৫) চারিদিকে জমকালো বিষ নিজেকে গোপন করে গুণী— আসলে আমরা সব'ই সময়ের দাম দিয়ে চিনি নিশির শিশিরে ভিজে শক্ত হয় কমলিকা কায়া নিজের বেহায়া রূপে রং লাগে— রঙিন সরম ঠিক'ই ফিরে আসে পড়ন্ত বিকেলে অন্ধকার সেজে ওঠে তারা দুটি কাছাকাছি এলে ©প্রভাত ঘোষ

ভাঙা জ্যোৎস্নার সঙ্গম

শিরিষের ঘেরাটোপে এমন বিমুগ্ধ রাতে... খুনসুটিতে বারে বারে চাঁদটিকে গিলে নিচ্ছে মেঘ৷ পাশের ঈশ্বরগৃহ তত লাল হয়নি এখনো.. যতটা এগিয়ে গেলে চিৎকারের শব্দ শোনা যায়৷ কিছু দূরে শ্মশানের শেষ গন্ধ অহং ঘুচিয়ে দিতে আলিঙ্গনরত৷ সেই মাঠ, গোলপোস্ট, তালগাছে সপ্তাহের ক্ষিদে জমে থাকে৷ দামোদর শুয়ে আছে কয়েক কদমে, নির্বিকার অর্ধমৃত পাখিটির প্রাণ দু-ফোঁটা জলের পাশে বিষাক্ত দ্বীপে৷ আষাঢ় আসেনা তবু কবিগুরু বেঁচে থাকে রাতচরা পতঙ্গের প্রাণে৷ জোনাকির দেহত্যাগে প্রেমিক পেঁচার ভীড়; দীর্ঘশ্বাসে প্রেম আর আঁধারে অতীত বেঁচে থাকে৷ রাস্তাটিও চলে গেছে সুদূর মিশর থেকে যতদূরে মৃত সভ্যতার ধ্বংসাবশেষ... নীল ফোয়ারার৷ নীলনদ, আকাশ ও প্রিয় অতীতের রঙে  বিষের দহন, আমৃত্যু ভোলার কোনো অবকাশ নেই৷ এই মাঠ; মাটি গন্ধ; হাওয়া ও পাতার প্রেমে  বাইজির নৃত্যগৃহে সাপ্তাহিক বিরহসঙ্গম৷ ধ্বংসপ্রায় ব্যাবিলন গান ধরে স্খলনের পরে৷

আশ্চর্য ওষুধ

     আমরা কতদিন ভালভাবে গল্প করিনি৷ পাশাপাশি বসে শরতের মেঘ দেখে কোনো এক কল্পনার ডিঙি চড়ে চলে যাওয়া হয়নি এই বাস্তবের থেকে বহু দূরে৷ প্রত্যন্ত গ্রামের মাঠে গোধূলির হাত ধরে যেভাবে সন্ধে নেমে আসে, আস্তে আস্তে জোনাকির আলো যেন উড়ে আসে দূর ওই আকাশের থেকে, উড়ন্ত তারার মতন৷ তার পর দীর্ঘশ্বাসগুলি বের করে হালকা বাতাস থেকে বুকভরা শ্বাস টেনে অপলক দৃষ্টিতে মায়া ভরা চাঁদটির দিকে তাকানো হয়নি বহুদিন৷ দোটানা জীবন তার একদিকে কাজ আর একপাশে বিদ্বেষের ভার৷ কল্পনা এক আশ্চর্য ওষুধ, সঞ্জিবনীর মতো কীভাবে যেন মৃতপ্রায় মন থেকে আবিষ্কার করে ফেলে মানুষের ডানা৷ ©প্রভাত ঘোষ

পাষাণে তুষার

অনন্ত যৌবন এক পাষাণের ক্ষুণ্ণ হয়েছিল দ্বিধা-দ্বন্দ্বে, জীবনের তুমুল মশকরায়৷ অনুকূল আবহাওয়া, যার কোনো ফিরবার তাড়াও ছিল না— তেমনই আয়েশ করে বিকেলের বৃষ্টির পরে শীত শীত বাতাসের মতো এসে জড়িয়ে ধরেছ যেন কতদিন ধরে অপেক্ষায় ছিলে৷ ক্ষয়ের হারানো জ্বালা প্রতিদিন ভরে দেয় আলগোছে ঠোঁটের ছোঁয়ায়৷  বিমনা বিকেল তুমি থেকে যাও আরও কিছুক্ষণ, না বলা বারণ বুঝে আরও শীতে কাবু করে দাও৷ চোখের প্রতিটি কোণে গুড়িগুড়ি বরফের প্রেম, হাত ছোঁয়া আলতো পশম সুদূর পাহাড়ি কোনো বরফের গলে যাওয়া নদী উপত্যকা প্রাণ ভরে স্বাগত জানায়— এসো আজ মিশে যাও, ভালোবেসে পা ভেজাও, দু-জন দু-জনা থেকে চেয়ে নাও পূর্ণতার ফুল৷ পাপড়ির খাশ গন্ধে, অচেনা রঙের ছন্দে জীবনে আসুক কুহুতান৷ এ গান আমার, এ গান তোমার, আমাদের মধ্যবর্তী লয়-এ চূর্ণ হোক সমগ্র পাষাণ৷ ©প্রভাত ঘোষ

শুভ নববর্ষ

❤️ শুভ নববর্ষ ❤️ ৭) প্রতিদিন নতুন রকম, আকারে বাড়ছে সিকি সীমাহীন উদ্যমতাও আমাদের প্রাত্যহিকি বাজারের হাজার ভিড়ের মাঝে মন ভুলিয়ে থাকা কত কাজ বেকার রাখা বেকারের নিয়ম নীতি জমায়েত নতুন মানুষ, কত প্রেম নতুন ঢেউয়ে পেছনের পথ বলে দেয় পথিকের ব্রাত্য কে কে কত গান ছড়িয়ে থাকা সুরে কোন নদীর মেজাজ প্রতিদিন নতুন রেওয়াজ যেন এক স্বপ্ন লেখে দ্বিধাহীন রাত্রি আঁকে হৃদয়ের স্বপ্নবিলাস কিছু ফুল নতুন ফুটুক, ক'টা দিন হলুদ পলাশ সে জানে কোন ঘ্রাণে কার শরীরের স্পর্শ মেশে এ নদীর নতুন দেশে যে প্রেমের পান্থনিবাস ঝরা দিন কুড়িয়ে রেখে কে বাঁচে আজ অবধি ক'টা দিন নিয়মহীনায়, ক'টা দিন নিজের প্রতি— অনাদিকালের স্রোতে জীবনের নতুন পাওয়া এ ভালোবাসার হাওয়ায় দুটো দিন কাটাই যদি © প্রভাত ঘোষ