প্রতিবন্ধকতা
ঢুলে পড়া চোখ, অতন্দ্র প্রহরী—
কড়ি তুলে ঘুমায় যে জন
ভাবে এ'ই প্রকৃত আপন কেউ ভালমন্দ রেখেছে সাজানো
আমি - তুমি ভেদাভেদ স্থাণু
বলীয়ান দিক—
সমস্ত প্রদীপ ছুটে চলে যায়
আলো করে ঘর
তবুও বর্বর যারা মাথা দিয়ে ভেঙেছে শহর
কড়ি দিয়ে জ্বালিয়েছে গ্রাম
তাদের সেলাম
যারা পোড়া গন্ধে চেপে গেছে বুক
আমাদের ভাষায় কুলুপ
দেখি আর মরে যাই; এইটুকু চিরন্তন প্রথা—
শব্দহীনতা
প্রতিদিন ব্যাক্ত করে আমাদের প্রতিবন্ধকতা
© প্রভাত ঘোষ
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..