Posts

Showing posts with the label বাংলা কবিতা

অন্ধকার পথে (১)

১) দুটো পাখি জড়াজড়ি দুধ উল্টে পড়ে আছে মেনি কিছু পাতা, ঝরা ফুল, ওরা আসছে— ফাঁকা রান্নাঘর তখনো শুনিনি কার পথমধ্যে লুকানো কবর মেনি আর উঠে এসে ভেজা নাক ঘষে না জামায় পাশে প্রভু অচেতন,  অসহায়, মৃত্যু বুঝি বিভেদ করে না দ্বেষ, ঘৃণা আর প্রার্থনায়! © প্রভাত ঘোষ

প্রতিবন্ধকতা

ঢুলে পড়া চোখ, অতন্দ্র প্রহরী— কড়ি তুলে ঘুমায় যে জন ভাবে এ'ই প্রকৃত আপন কেউ ভালমন্দ রেখেছে সাজানো আমি - তুমি ভেদাভেদ স্থাণু বলীয়ান দিক— সমস্ত প্রদীপ ছুটে চলে যায় আলো করে ঘর তবুও বর্বর যারা মাথা দিয়ে ভেঙেছে শহর কড়ি দিয়ে জ্বালিয়েছে গ্রাম তাদের সেলাম যারা পোড়া গন্ধে চেপে গেছে বুক আমাদের ভাষায় কুলুপ দেখি আর মরে যাই; এইটুকু চিরন্তন প্রথা— শব্দহীনতা প্রতিদিন ব্যাক্ত করে আমাদের প্রতিবন্ধকতা © প্রভাত ঘোষ