অন্ধকার পথে (১)
১) দুটো পাখি জড়াজড়ি দুধ উল্টে পড়ে আছে মেনি কিছু পাতা, ঝরা ফুল, ওরা আসছে— ফাঁকা রান্নাঘর তখনো শুনিনি কার পথমধ্যে লুকানো কবর মেনি আর উঠে এসে ভেজা নাক ঘষে না জামায় পাশে প্রভু অচেতন, অসহায়, মৃত্যু বুঝি বিভেদ করে না দ্বেষ, ঘৃণা আর প্রার্থনায়! © প্রভাত ঘোষ