অন্ধকার শেষে (১৫)

১৫)

চারিদিকে জমকালো বিষ
নিজেকে গোপন করে গুণী—
আসলে আমরা সব'ই সময়ের দাম দিয়ে চিনি

নিশির শিশিরে ভিজে শক্ত হয় কমলিকা কায়া
নিজের বেহায়া রূপে রং লাগে—

রঙিন সরম ঠিক'ই ফিরে আসে পড়ন্ত বিকেলে

অন্ধকার সেজে ওঠে তারা দুটি কাছাকাছি এলে

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য