অন্ধকার শেষে (১১)

১১)

কোথায় চলেছ — যেন মনখোয়া ডিঙির নাবিক
উজাড় প্রান্তর যেন ধোঁয়ার প্রতীক হয়ে
ভ্রমে ভ্রমে ভুলিয়েছে দিক

কাজ আছে
আজ নেই, কাল আর কাল-এ ঘেরা জাল

ঝুনঝুনি বাজে ওই—
ওপারে দাঁড়িয়ে মহাকাল৷

পরিণত ফল হয়ে যদি কোনো চারা দিতে পারো
আগামী সূর্যের মতো নাম জ্বলে উঠবে তোমারও

©প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত