শুভ নববর্ষ

❤️ শুভ নববর্ষ ❤️

৭)

প্রতিদিন নতুন রকম, আকারে বাড়ছে সিকি
সীমাহীন উদ্যমতাও আমাদের প্রাত্যহিকি
বাজারের হাজার ভিড়ের মাঝে মন ভুলিয়ে থাকা
কত কাজ বেকার রাখা বেকারের নিয়ম নীতি

জমায়েত নতুন মানুষ, কত প্রেম নতুন ঢেউয়ে
পেছনের পথ বলে দেয় পথিকের ব্রাত্য কে কে
কত গান ছড়িয়ে থাকা সুরে কোন নদীর মেজাজ
প্রতিদিন নতুন রেওয়াজ যেন এক স্বপ্ন লেখে

দ্বিধাহীন রাত্রি আঁকে হৃদয়ের স্বপ্নবিলাস
কিছু ফুল নতুন ফুটুক, ক'টা দিন হলুদ পলাশ
সে জানে কোন ঘ্রাণে কার শরীরের স্পর্শ মেশে
এ নদীর নতুন দেশে যে প্রেমের পান্থনিবাস

ঝরা দিন কুড়িয়ে রেখে কে বাঁচে আজ অবধি
ক'টা দিন নিয়মহীনায়, ক'টা দিন নিজের প্রতি—
অনাদিকালের স্রোতে জীবনের নতুন পাওয়া
এ ভালোবাসার হাওয়ায় দুটো দিন কাটাই যদি

© প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য