অনন্ত যৌবন এক পাষাণের ক্ষুণ্ণ হয়েছিল দ্বিধা-দ্বন্দ্বে, জীবনের তুমুল মশকরায়৷ অনুকূল আবহাওয়া, যার কোনো ফিরবার তাড়াও ছিল না— তেমনই আয়েশ করে বিকেলের বৃষ্টির পরে শীত শীত বাতাসের মতো এসে জড়িয়ে ধরেছ যেন কতদিন ধরে অপেক্ষায় ছিলে৷ ক্ষয়ের হারানো জ্বালা প্রতিদিন ভরে দেয় আলগোছে ঠোঁটের ছোঁয়ায়৷ বিমনা বিকেল তুমি থেকে যাও আরও কিছুক্ষণ, না বলা বারণ বুঝে আরও শীতে কাবু করে দাও৷ চোখের প্রতিটি কোণে গুড়িগুড়ি বরফের প্রেম, হাত ছোঁয়া আলতো পশম সুদূর পাহাড়ি কোনো বরফের গলে যাওয়া নদী উপত্যকা প্রাণ ভরে স্বাগত জানায়— এসো আজ মিশে যাও, ভালোবেসে পা ভেজাও, দু-জন দু-জনা থেকে চেয়ে নাও পূর্ণতার ফুল৷ পাপড়ির খাশ গন্ধে, অচেনা রঙের ছন্দে জীবনে আসুক কুহুতান৷ এ গান আমার, এ গান তোমার, আমাদের মধ্যবর্তী লয়-এ চূর্ণ হোক সমগ্র পাষাণ৷ ©প্রভাত ঘোষ