খণ্ডচিত্র

স্নান সেরে বসিনি এখনো৷ জমায়েত টানে না আমায়৷ যেন এক খণ্ডচিত্র মেঘ যার কোনো রাস্তাই নেই, বাতাসের সঙ্গী হয়ে এখানে ওখানে ওড়ে৷ স্থায়ী কোনো বারান্দাও নেই যেখানে উজাড় মনে বিষণ্ণতা উগরে দিয়ে আসে৷ শীতল জলধী তাপে ছেঁকা পেলে হঠাৎ বাষ্পের মতো ছতিছন্ন হয় চারিদিকে৷ 

কে আমি, কী ধাতু যার মাটির বাঁধন মানে টান৷ বাতাসের ঠুংরি তুমি দিওনা কক্ষণো৷ উদাসী পালক আজও নিজেকে চেনে না৷

মৌনস্বর নাভি থেকে বুকে উঠে এলে সমস্ত বাতাস যেন একপলকায় স্তব্ধ হয়ে যায়৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য