মেয়াদ
সহিষ্ণুতার পাথর যখন ভাঙছে জলের নিচে সেদিন কাঁদলো রাত্রি প্রহর ঝরণা নামলো অতর্কিতে জলের ভীষণ রকম মেজাজ মনের নিজস্বতার তেজে আমায় ওড়ালো গন্ধরাজ বিশেষ ভালোবাসার ক্ষেতে কবে— নামতে চেয়ে ছিলাম ভীষন শূন্য ছিল যখন আদর ঝেঁটিয়ে দিল বিলাপ বুকের মাঝখানে মরিয়ম ক্ষণিক অন্ধকারের খেয়াল হঠাৎ ঝাঁপিয়ে এলে ঝোঁকে প্রেমের আকাশ সম মেয়াদ আবার ডাকছে অরণ্যকে © প্রভাত ঘোষ