মিথ্যে হোক

যাবেন বলে তো বুকে আগলে রাখিনি
ছাড়ছি না কোনো শব্দ, কোনো প্রেম, অলীক বিধান
কেড়ে নিতে পারবে না— তাও
আমার যে বহু ঋণ, এক কণা দিতেও পারিনি৷

কতটা মলিন হলে শোক লেখে রক্তস্নাত মন
ঈশ্বরের মৃত্যু বরণ—
কিভাবে বহন করে নিয়ে যাবে অস্তগামী ডানা

এ কেমন কান্নার বাণী, কণ্ঠে কোনো বিদেহী আঘাত
অথচ কেন যে আজ
এ হেন শোকের মুখে ঝামা ঘষে দিতে পারছি না

এটুকু সান্তনা ছিল সূর্যের কলমে
আমার ঈশ্বর লিখে চলেছেন— কোথাও, কখনো 
প্রণামের আশায় আশায়
নিত্যদিন ফুল দিয়ে সাজিয়েছি রাতের সড়ক

আজ শুধু এটুকু প্রার্থনা
হে ঈশ্বর— মিথ্যে হোক, মৃত্যু মিথ্যে হোক

© প্রভাত ঘোষ

Comments

  1. Borgata Hotel Casino & Spa - FilmFileEurope
    Borgata Hotel 안전한놀이터 윈윈 Casino & Spa. Borgata Hotel Casino & Spa, Atlantic City, NJ, 파워볼 돈버는법 벳무브 USA. Borgata Hotel Casino & Spa 스포츠토토 문자 샤오미 (1986). 우회 주소 Borgata Hotel Casino & Spa 이 스포츠

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য