ক্রয়-বিক্রয়

ঘর দেখে বিক্রি হয় শরীর বা হাত
পেট বুঝে বিক্রি হয় কেউ
চরম আঘাত, মুখে
চরিত্র আড়াল, শুধু ঢং থাকে প্রত্যাবর্তনেও

ক্রেতা আর বিক্রেতার গোপন বিহার
অবাধে পোষাক খুলে 
কেনা বেচা আখছার মন 
মুখোশ চিনিয়ে দেয় নেমক হারাম আর
পুষে রাখা বিষের ধরণ

চারিদিকে বহু মুখ, মুখোশ আর নিত্য ব্যাভিচার
কারও কোনো দায় নেই
হত্যারও এমন'ই বিচার
হাতুড়ি পিটিয়ে মারে মাঝে মাঝে, দাগহীন
নিষ্ঠুর অন্তঃক্ষরণ

কোন্ বৃষ্টি ধুয়ে ফেলবে এমনি পরিস্থিতি?
এত জ্বলন্ত পোষাক তবে কার—

কোথাও কি বিক্রি নেই স্মৃতি মুছে ফেলা ইরেজার!


© প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য