ছাপ

এবার মরলে বেকার হব
ভাতার নামে ভিক্ষা নেব
বছর পাঁচেক চাকরি-বাজার লকডাউন

রেশন হাতে ইঞ্জিনিয়ার
এত টুকুই তার এক্তিয়ার
মন্দাকালীন ভাতের ওপর অল্প নুন

কলেজ শেষে ডিগ্রিধারি
আন্দোলনের পাল্লা ভারি
কণ্ঠ আবার হাতিয়ে নেবে কালশিটে

চাষির ঘরে বউ মেলে না
কাঁধের ওপর মস্ত দেনা
চপের আকার আঁকবে বসে আর্কিটেক্ট

যুদ্ধ পেটে ছাড়বে মাটি
চাকরি সোনার পাথর বাটি
বিপ্লবীদের হাজার কলম ফেসবুকে

বাঁধিয়ে নেবে রাজনীতিতে
বোমার ওপর শক্ত ফিতে
ছাপ পড়েছে বিষাক্ত এক বস্তুতে

© প্রভাত ঘোষ

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত