অনুভূতি
কবিতার মাঝে এঁকেছি তোমায় হয়তো কখনো আনমনে, হৃদয় কোন চাঁদনি রাতে তোমায় ছোঁবার দিন গোনে৷ গালের টোলে তোমার দ্যুতি, ছড়িয়ে দিও চারপাশে, হয়তো আবার জ্বলবে হৃদয় বন্ধ চোখের বিশ্বা...
A Blog for Bengali Poems Writen by : Prabhat Ghosh - আমার লেখনী ভালবেসে দিয়েছ অমেয় উপহার... আরও কাছে টানবে নিঃস্বতায়.. এ আমার দৃঢ় অঙ্গীকার৷ বাংলা প্রেমের কবিতা | আধুনিক কবিতা | জীবনের কবিতা |