জীবনের পথে
জীবনের পথে ************* তোমার আশার মিথ্যা দোলায় দুলছে হৃদয়, চলেছে জীবনের পথ ধরে হতাশার Convoy, ধীরে ধীরে তোমার সকল স্মৃতি বেদনার ধুলায় মলীন, জীবনের Cyclone এ সপ্নেরা দিশাহীন৷ জীবন হতে মরনের অসমতল পথে ক্লান্ত রক্তাক্ত পদতল, কে যেন কাটা ঘায়ে ছড়াল Petrol, মোরে আবার বাঁচতে শেখায় বক্সার পাহাড়ি নৃপেন, শুধু আজ নতুন বছরে স্মৃতির অগোচরে আমার সে বনলতা সেন.. —প্রভাত....