জার্নি
আশ্বিনের হঠাৎ বৃষ্টির পর রামধনু রঙের মতোই আমার আকাশ জুড়ে এলে, তারপর আর কোনো রং দেখতে পাই না কোথাও৷ প্রথম মৃত্যুর পরে উদ্বাস্তু আনন্দ কতো কতো পথ একা হাঁপিয়ে মরেছে...
যতটা আদর পেলে চিতা ছেড়ে উঠে বসে শব.. সে সব সোহাগি ছোঁয়া, ভালোবাসা বেপরোয়া লিখে রাখে বেহায়া সড়ক৷ এটুকুও ফাঁক নেই, বাতাস পেরিয়ে যাবে.. আলগা তুমি করোনি বাঁধন৷ তৃষ্ণার্ত পিঠের আশা পূর্ণ করে অতৃপ্ত স্তন৷ ছুঁয়ে যাওয়া মাথা, ভালোবাসাগাথা, আস্তে আস্তে ফিকে হওয়া রোদ.. শীতের বাতাসে কত শিহরণ জমে থাকে মন ভরে দেখে জি.টি রোড৷
অনর্গল খোশগল্প বহুকাল শোনে নি বাইক৷ এসো হে বিলম্ব প্রেম, ঢেলে দাও যত অনুভব.. স্বপ্নের ভেতর থেকে তুলে আনো রঙিন বাস্তব৷
©প্রভাত ঘোষ
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..